• ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

ছাত্রলীগের নির্বাচনকালীন কমিটি গঠন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮
ছাত্রলীগের নির্বাচনকালীন কমিটি গঠন

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ছাত্রলীগের নির্বাচনকালীন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শাহীনূর রহমান চৌধুরীকে কমিটিতে সমন্বয়ক করা হয়েছে।

১১ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে আছেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, রাফিউল করিম মামুন, তারেক আজিজ চৌধুরী, মাহফুজুল হাসান সানি, নব জ্যোতি চক্রবর্তী মোহন, ইমদাদুল হক জায়েদ, নাজমুল ইসলাম, জাওয়াদ ইবনে জাহিদ খান, শহীদ মো. আকিল অপু, আতিকুর রহমান তালুকদার, মহিবুর রহমান, আলী হোসেন আলম, এম এনামুর রহমান জাহেদ।

এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জহির আহমদ খান এবং মোহাম্মদ খায়ের উদ্দীন চৌধুরীকে সিলেট বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।