০৫ ডিসেম্বর সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে এবং সঙ্গীয় অফিসার এএসপি নাহিদ হাসান ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খৃষ্টফার হিমেল রিছিল সিলেট এর সমন্বয়ে এসএমপি‘র কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির কোতয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে ১৫ গ্রাম গাঁজাসহ ১১ জন মাদক সেবীকে আটক করে। আটককৃত মাদক সেবীদের নাম ও ঠিকানা- ১। মোঃ রোকন মিয়া (২৯), ২। জাবেদ আহমদ (২০), ৩। প্রদ্যুৎ তারশ (৩৫), ৪। মানিক মিয়া (২০), ৫। মোঃ মোস্তফা (২০), দেরকে ০১ মাস করে কারাদন্ড, ৬। মোঃ আব্দুল জলিল বাচ্চু (৩৪) ও ৭। মোঃ আলী হোসেন (৩২), কে ৪৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড, ৮। সাজিম মিয়া (২০) ও ৯। মোঃ বকুল মিয়া (৪০) কে ০২ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ০২ জন মাদক সেবীকে ৫০০ /- টাকা করে সর্বমোট ১,০০০/- টাকা জরিমানা পূর্বক ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত আলামত ধ্বংস করতঃ সাজা প্রাপ্ত মাদক সেবীদেরকে সিলেট জেলা কারাগারে পেরণ ও জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।