সিলেট সুরমা ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
আজ বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ আওয়ামী লীগের সঙ্গে এই একাত্মতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল ওয়াদুদ, রিয়ার এডমিরাল (অব.) হারুনুর রশীদ, এয়ার কমোডর (অব.) কাজী দেলোয়ার হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডা. কানিজ ফাতেমা অনুষ্ঠানে বক্তৃতা করেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহম্মদ ফারুক খান, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাগণ ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এদের মধ্যে ১০৯ জন সেনা কর্মকর্তা, ১৯ জন নৌবাহিনীর কর্মকর্তা এবং ১৮ জন বিমান বাহিনীর কর্মকর্তা রয়েছেন।
সেনা কর্মকর্তাদের মধ্যে তিনজন লেফটেন্যান্ট জেনারেল, ১৮ জন মেজর জেনারেল, ১৯ জন ব্রিগেডিয়ার জেনারেল, ৭ জন কর্নেল এবং ২০ জন লেফটেন্যান্ট কর্নেল।
নৌবাহিনীর দুইজন কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল, সাতজন কমোডোর, ছয়জন ক্যাপটেন এবং বিমানবাহিনীর কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- একজন ভাইস মার্শাল, দু’জন এয়ার কমোডোর, আটজন গ্রুপ ক্যাপটেন এবং সাতজন উইং কমান্ডার ।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণ হলেন- ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ (অবসরপ্রাপ্ত), মেজর জেনারেল জি এইচ মোর্শেদ খান (অবসরপ্রাপ্ত), লে. কর্নেল সাইফুল হক (অবসরপ্রাপ্ত), লে. জেনারেল কাজী খালিদ আজম (অবসরপ্রাপ্ত), মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. হোসেন সাদেক (অবসরপ্রাপ্ত), মেজর মো. মহসিন সিকদার (অবসরপ্রাপ্ত), ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী মন্ডল (অবসরপ্রাপ্ত), মেজর জেনারেল মোহাম্মদ আলী (অবসরপ্রাপ্ত), মেজর জেনারেল শিকদার মো. শাহাবুদ্দিন (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হক (অব.), মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ (অবসরপ্রাপ্ত), মেজর জেনারেল একে একে মোহাম্মদ আলী শিকদার (অব.), লে. জেনারেল আব্দুল ওয়াাদুদ (অবসরপ্রাপ্ত), কর্নেল এস এম শওকত আলী (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল হাশেম খান (অব.) লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর (অব.) মেজর জেনারেল মো. রফিকুল আলম (অব.) ব্রিগেডিয়ার জেনারেল এম এইচ সালাউদ্দিন (অব.) মেজর জেনারেল মো. আবদুর রশিদ (অব.), কর্নেল এটিএম মেসবাহ উদ্দিন সেরনিয়াবাত (অব.) লে কর্নেল মো. জয়নাল আবেদীন (অবসরপ্রাপ্ত), ব্রিগেডিয়ার জেনারেল মো. রকিবুর রহমান (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. মমিনুল হক (অবসরপ্রাপ্ত), মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ (অবসরপ্রাপ্ত), মেজর জেনারেল আব্দুল মতিন (অব.), লে. জেনারেল মো. আবদুল আওয়াল (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুর রহমান (অব.), লেফটেন্যান্ট কর্নেল এটিএম মহিউদ্দিন সেরনিয়াবাদ (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সেলিম (অব.), লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.), কর্নেল মো. আইনুল আজিম (অব.), লেফটেন্যান্ট কর্নেল ফকির মাহবুবুর রহমান (অব.), লেফটেন্যান্ট কর্নেল শেখ আবিদুর রহমান (অব.), লেফটেন্যান্ট কর্নেল মো. সাখাওয়াত হোসেন (অব.), লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরিফুল আজম (অব.), লেফটেন্যান্ট কর্নেল মো. রাজিবুল ইসলাম (অব.), মেজর সাইফ-উল-আলম মো. আল আমিন (অব.) মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী (অব.) মেজর জেনারেল মোহাম্মদ আবুল হোসেন (অব.) ব্রিগেডিয়ার জেনারেল এসএম ইকবাল হোসেন (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল বশির (অব.) মেজর জেনারেল মে. আব্দুস সালাম খান (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম সরকার (অব.), কর্নেল মো. আওলাদ হোসেন (অব.), মেজর জেনারেল মুহাম্মদ ইমরুল কায়েস (অব.), মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদ (অব.), মেজর জেনারেল জাহিদুর রহমান (অব.), লেফটেনেন্ট জেনারেল সাব্বির আহমেদ (অব.), মেজর জেনারেল মো. সালাউদ্দিন মিয়াজী (অব.), মেজর জেনারেল হাননিুর রশিদ (অব.), ক্যাপ্টেন শওকত (অব.), ক্যাপ্টেন মো. সাইদুজ্জামান খান (অব.), মেজর মাসুম আহমেদ (অবসরপ্রাপ্ত), মেজর মো. জিয়াউল আহসান সারওয়ার (অব.), ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.), মেজর মো. ইউসুফ হোসেন (অব.), লেফটেন্যান্ট কর্নেল আনিসুল হক মৃধা (অব.), মেজর রায়সুল ইসলাম (অবসরপ্রাপ্ত), লেফটেন্যান্ট গুলশান আরা মুক্তা (অবসরপ্রাপ্ত), মেজর খন্দকার হাসান বাহুলুল (অবসরপ্রাপ্ত), মেজর ইরফানুল বারী (অবসরপ্রাপ্ত), মেজর মো. মাহমুদুল হক খান (অবসরপ্রাপ্ত), মেজর এসএম মইনুল হাসান (অবসরপ্রাপ্ত), মেজর জাহাঙ্গীর (অব.), মেজর ইমরান (অব.), মেজর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (অব.), মেজর পরিতোষ কুমার রায় (অব), লেফটেন্যান্ট কর্নেল এস এম ইকবাল আলম (অব.), কর্নেল আ জ ম বজলুল হক (অব.), মেজর বনমালী রায় (অব.), ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. মহিউদ্দিন (অব.), মেজর মো. সানা উল্লাহ মিয়া (অব.), মেজর মো. মহসিন তালুকদার (অব), মেজর মো. আব্দুল লতিফ হাওলাদার (অব.), মেজর এটিএম আবদুল হালিম (অব.), মেজর মো. আব্দুল বাকের সিকদার (অব.), মেজর মো. মাসুদুল আলম (অবসরপ্রাপ্ত), লে. জেনারেল কর্নেল আব্দুন নূর খান (অবসরপ্রাপ্ত), কর্নেল মো. শাহ আলম (অব.), লে. জেনারেল জিএম জামায়াত হোসেন (অব.), মেজর মো. সেলিম হাসান (অব.), কর্নেল এএফএম আহমেদ উল্লাহ ইমাম খান (অবসরপ্রাপ্ত), মেজর মোহাম্মদ আবু তাহের (অব.), লে. কর্নেল ফরকান আহমেদ (অব.), লে. জেনারেল কর্নেল মো. রমজান আলী সরকার (অবসরপ্রাপ্ত), লে. কর্নেল মির্জা হারুন অর রশিদ (অব.), ক্যাপ্টেন মো. মনজুরুল হক (অব.), ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিউল মাওলা (অব.), মেজর মো. দেলোয়ার হোসেন খান (অব.), লেফটেন্যান্ট কর্নেল এ কে এম নাজিমুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ (অব.), মেজর এসএম গোলাম মোস্তফা বেনজির (অব.), মেজর মো. জসিম উদ্দিন (অব.), মেজর মো. আবুল কালাম মৃধা (অব.), মেজর খন্দকার আব্দুল হাফিজ (অব.), মেজর সারওয়ার ইমরান মাহমুদ (অব.), লে কানিজ ফাতেমা (অব.), মেজর মো. মোবাশিরুল ইবাদ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহান (অব.), লেফটেন্যান্ট কর্নেল কানিজ ফাতেমা সুলতানা (অব.), মেজর মো. রেজাউল করিম (অব.), মেজর শেখ ওয়াসিউজ্জামান লেলিন (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. তোজাম্মেল হক (অব.), মেজর মো. আবু সাঈদ (অব.), লেফটেন্যান্ট মো. জাবেদ হোসেন (অব.), মেজর জেনারেল মুহাম্মদ ফেরদৌস মিয়া (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ হোসেন (অব.)।
অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা মো. রিয়ার এডমিরাল আবুল কালাম মোহাম্মদ আজাদ (অব.), রিয়ার এডমিরাল হারুন-উর-রশিদ (অব), কমোডর ওবায়দুল হক (অব.), কমোডর এম জিয়াউল আহসান শেখ (অব), কমোডর আব্দুল মমিন মিয়া (অব.), ক্যাপ্টেন এম শাহাদাত হোসেন (অব.), রিয়ার এডমিরাল এ এস এম আবদুল আউয়াল (অব.), কমোডর এ ডব্লিউ চৌধুরী (অব.), কমোডর কাজী এমদাদুল হক (অব), প্রশিক্ষক ক্যাপ্টেন আবদুল জব্বার (অব), প্রশিক্ষক ক্যাপ্টেন এম মোসলেহউদ্দীন (অব), প্রশিক্ষক কমান্ডার হরিদাস সাহা (অব.), কমোডর এস এস ক্যাপ্টেন মমতাজ উদ্দিন আহমেদ (অবসরপ্রাপ্ত), কমোডোর এম সামসুল কবির (অবসরপ্রাপ্ত), লে. কমান্ডার এম জালাল উদ্দিন, (বীর উত্তম) (অব.), ক্যাপ্টেন মাহমুদুল হক চৌধুরী (অব.), ক্যাপ্টেন পাটোয়ারী জহির উল্লাহ (অব.), ক্যাপ্টেন মাকসুদুর রহমান (অব.) ও ক্যাপ্টেন এম এমদাদুল হক (অবসরপ্রাপ্ত)।
অবসরপ্রাপ্ত এয়ার ফোর্স অফিসারগণ :
এয়ার ভাইস মার্শাল (অব.) কাজী নজরুল হক (অব.), এয়ার কমোডোর কাজী দেলোয়ার হোসেন (অব.), এয়ার কমোডোর মোস্তাক আহমেদ (অবসরপ্রাপ্ত), গ্রুপ ক্যাপ্টেন মুজাহিদুল ইসলাম (অবসরপ্রাপ্ত), গ্রুপ ক্যাপ্টেন মো. খুরশীদ আলম চৌধুরী, গ্রুপ ক্যাপ্টেন (অব.) গ্রুপ ক্যাপ্টেন এম আবদুর রশীদ খান (অবসরপ্রাপ্ত), গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অবসরপ্রাপ্ত), গ্রুপ ক্যাপ্টেন মো. ইউনুস চৌধুরী (অবসরপ্রাপ্ত), গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ ইদ্রিস আলী (অবসরপ্রাপ্ত), গ্রুপ ক্যাপ্টেন (অব.) রফিকুল ইসলাম (অব.), উইং কমান্ডার কাজী মুনিরুল ইসলাম (অবসরপ্রাপ্ত), উইং কমান্ডার এম. মোস্তফিজুর রহমান (অবসরপ্রাপ্ত), উইং কমান্ডার এ কে এম কামাল উদ্দিন (অবসর), উইং কমান্ডার এম আলাউদ্দিন মন্ডল (অবসরপ্রাপ্ত), উইং কমান্ডার এম আনোয়ারুল হক (অবসর), উইং কমান্ডার খন্দকার এএফএম মহিবুল্লাহ (অবসরপ্রাপ্ত), উইং কমান্ডার ইসমাইল হোসেন সিরাজী (অবসরপ্রাপ্ত) এবং মেজর তোসলিমা ফেরদৌস (অবসরপ্রাপ্ত)।
ঢাকা, ২৭ নভেম্বর, ২০১৮ (বাসস) :