• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : দেশের তিন জেলা খুলনা, লালমনিরহাট ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (২৩ নভেম্বর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে এ সব দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে খুলনার ডুমুরিয়ার পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় সড়ক মেরামতের কাজে নিয়োজিত বালুবাহী ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশের এসআই ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই ফারুক হোসেন বলেন, কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীর মহলের বাসিন্দা নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী রোমেছা বেগম (৪০) মোটরসাইকেলে খুলনায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে মোজাহের এন্টারপ্রাইজের বালুবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে রোমেছা নিহত হন। পরে নজরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট সদর উপজেলার ফকিরেরতকেয়া এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে থেমে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ন গ্রামের শামছুল হকের ছেলে মোস্তাফিজার রহমান (১০) ও ট্রাকের হেলপার রংপুর শহরের সাতমাথা বালাটারী এলাকার আবুল কাশেম (৫০)।

ওসি মাহাফুজুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের বাসটি ওই স্থানে পৌঁছে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

এদিকে, ফেনীর লেমুয়া নামক স্থানে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার ভোরে লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।