সিলেট সুরমা ডেস্ক : সিলেটের ঈদ জামাতের নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করবে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ঈদগাহে শুধুমাত্র জায়নামাজ ছাড়া আর কিছু নিয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে। এমনকি মুঠোফোন নিয়েও ঈদগাহে প্রবেশ করা যাবেনা বলেও জানিয়েছেন নগর পুলিশের কর্মকর্তারা।
সোমবার সকালে নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।
এসময় এসএমপি’র পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়।