• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৮
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির মানববন্ধন

 সিলেট সুরমা ডেস্ক : সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক এস.এম জহুরুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির যৌথ উদ্যোগে ১৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক যোগাযোগ পত্রিকার সিলেট ব্যুরো শেখ হাসিদুল ইসলাম পিন্টুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এটিএন বাংলা ইউ.কে’র সিলেট ব্যুরো প্রধান ও সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালীম সাগর, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট শাখার সভাপতি হেলাল আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাক পত্রিকার সিলেট ব্যুরো চীফ এম এ রউফ, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সুরমা টাইমস্ এর ব্যবস্থাপনা সম্পাদক বাপ্পী চৌধুরী, দৈনিক আলোকিত সময়ের সিলেট ব্যুরো চীফ সুলতান সুমন, দৈনিক রূপবানী পত্রিকার সিলেট বিশেষ প্রতিনিধি সুনির্মল সেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর উদ্দিন রাসেল, অপূর্ব সিলেট ডট কমের সিলেট প্রতিনিধি মোঃ মকবুল হোসেন, টুডে সিলেট ২৪ ডটকমের সম্পাদক আখতার হোসেন সায়মন জনতারডাক২৪. কম পএিকার সম্পাদক জসিম উদ্দীন
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, একে নিউজ আনোয়ার হোসেন, বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম, শামীম মিয়া, শাহরিয়ার চৌধুরী সাব্বির, টি টিভির সিলেট প্রতিনিধি নাজিম উদ্দিন, হলি সিলেট পত্রিকার সিলেট প্রতিনিধি রুমন, রনি, ফারজানা আক্তার তাহেরা, জকিগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন চৌধুরী, এ এম রশীদ, মানবাধিকার কর্মী ফজলুল হক, শহীদুল ইসলাম লস্কর, শাকিল আহমদ, আনোয়ার হোসেন পাপ্পু, মোঃ ইমাদ, আলী হোসেন, মোঃ আহমদ আলী, খালিদ আহমদ সাঈদ, আবুল ওলি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক এসএম জহুরুল ইসলামের উপর সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীদের নগ্ন, বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেন, দেশে সাংবাদিকরা আজ দুস্কৃতিকারীদের নিকট অসহায়। কতিপয় দুস্কৃতিকারী মাদক ব্যবসায়ী চোরাচালানীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় বার বার সাংবাদিকরা নির্যাতনের স্বীকার হচ্ছেন। এতে প্রশাসনের সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ ও কতিপয় সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বিজ্ঞপ্তি