![](https://www.sylhetsurma.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিলেট সুরমা ডেস্ক : দেশের জনসংখ্যার তুলনায় ব্যাংকের সংখ্যা যথেষ্ট কম উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সারাদেশে আমাদের ১০ হাজারের কিছু কম ব্যাংকিং শাখা আছে। ১৬ কোটি মানুষের জন্য এটা মোটেই যথেষ্ট নয়। এটা আরো বিস্তৃত হওয়া প্রয়োজন।’ সে সাথে সাধারণ মানুষকে আরো ব্যাপকভাবে আর্থিক খাতে সম্পৃক্ত করার ওপর তাগাদা দিলেন অর্থমন্ত্রী।বৃহস্পতিবার (৯ আগস্ট) ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তিকরণ কৌশলপত্র’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, দেশের পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে মানুষকে আর্থিক খাতে অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনে সরকারকে ভর্তুকি দিতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দূর করার ওপরও তাগাদা দেন আলোচকরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রমুখ।