• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কাউন্সিলর পদপ্রার্থী তৌফিক বকস্ লিপন ব্যাডমিন্টন (র‌্যাকেট) প্রতীক পেলেন

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১০, ২০১৮
কাউন্সিলর পদপ্রার্থী তৌফিক বকস্ লিপন ব্যাডমিন্টন (র‌্যাকেট) প্রতীক পেলেন

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর রোটারিয়ান আলহাজ্ব তৌফিক বকস্ লিপন ব্যাডমিন্টন (র‌্যাকেট) মার্কা প্রতীক পেয়েছেন। তিনি ১০ জুলাই মঙ্গলবার সিলেটের নির্বাচন কমিশন কার্যালয় থেকে ব্যাডমিন্টন (র‌্যাকেট) প্রতীক পান। এ সময় প্রতীক পেয়ে ওয়ার্ডের ভোটারদের নিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হয়ে আসেন। ব্যাডমিন্টন (র‌্যাকেট) প্রতীক পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব তৌফিক বকস্ লিপন বলেন- ২৬ নং ওয়ার্ডকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড গঠনের লক্ষ্যে আমি নির্বাচনে আবারো প্রার্থী হয়েছি। ২৬ নং ওয়ার্ডের সকল মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য। ২৬ নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকবৃন্দের পরামর্শ, সাহায্যে-সহযোগিতায় এবং ওয়ার্ডকে আধুনিক ও নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলাই আমার প্রধান কাজ। তিনি বলেন- ২৬ নং ওয়ার্ডের মানুষ আমার প্রিয় স্বজন ও আপনজন। আমি আশাবাদী ওয়ার্ডের উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ৩০ জুলাই ২৬ নং ওয়ার্ডের নাগরিকবৃন্দ আমাকে ব্যাডমিন্টন (র‌্যাকেট) প্রতীকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দেবেন। আমি সকল মানুষের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। বিজ্ঞপ্তি।