• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কদমতলীতে জুম্মার নামাজের পর মুসল্লিদের সঙ্গে কামরানের কুশল বিনিময়

প্রকাশিত জুলাই ৬, ২০১৮
কদমতলীতে জুম্মার নামাজের পর মুসল্লিদের সঙ্গে কামরানের কুশল বিনিময়

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর কদমতলীতে জুম্মার নামাজের পর মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এ সময় মুসল্লীদের কাছে তিনি দোয়া ও সার্বিক সহযোগিতা কামরান করেন।শুক্রবার মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নগরীর দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী কদমতলী এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজের আদায়ের পর তিনি মসজিদ থেকে বের হয়ে মুসল্লীদের সঙ্গে বের কুশল বিনিময় করেন।এ সময় কামরান বলেন- সিলেটের মানুষের প্রাণের মানুষ হিসেবে আমি সব সময় পাশে আছি। বিগত দিনে নির্বাচিত না হয়েও একদিনের জন্য নগরবাসীর সঙ্গ ছাড়িনি। যখনই নগরবাসী ডেকেছেন তাদের ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছি। ভবিষ্যতে নগরবাসীর সুখে, দু:খে পাশে থাকবেন বলে জানান তিনি।এ সময় সেখানে এলাকার প্রবীন মুরব্বী, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সর্বস্তরের যুব সমাজ উপস্থিত ছিলেন। কদমতলী এলাকার মুসল্লীরাও কামরানে আগামী দিনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।