সিলেট সুরমা ডেস্ক : ভারতের উত্তরখণ্ড রাজ্যের পৌরি গারওয়াল জেলায় এক বাস দুর্ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন।রোববার (১ জুলাই) সকালে তাদের বহনকারী বাসটি পাপালি-বোয়ান সড়কের নৈনিদান্দা ব্লকের একটি গিরিসঙ্কটে পড়ে যায়।দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা দীপেশ চন্দ্র কালা বলেছেন, দুর্ঘটনায় ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। এখন হতাহত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।পুলিশ ও ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে।প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বোয়ান থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে ওই মিনিবাসটি রামনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল, পথে বাসটি ৬০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে যায়। বাসটির অধিকাংশ যাত্রী তাৎক্ষণিকভাবে মারা যান। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন গারওয়ালের পুলিশ কমিশনার দিলিপ জাওয়ালকার।