• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে ২২ স্বর্ণের বারসহ যাত্রী আটক 

প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০১৭
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে ২২ স্বর্ণের বারসহ যাত্রী আটক 

সিলেট সুরমা ডেস্ক : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২২টি স্বর্ণের বারসহ সাদেকুর রহমান নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

আজ শনিবার সকাল সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়।

আটক সামু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের জালাল উদ্দিন আবিরের ছেলে।

আর্মড পুলিশ জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে করে স্বর্ণের বারগুলো আনা হয়। ফ্লাইটটি শনিবার সকাল সাড়ে ৭টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। জুতার ভেতর লুকিয়ে ২২ পিস স্বর্ণের বার নিয়ে আসেন সামু।

পুলিশ আরো জানায়, ২ কেজি ৫৭৪ গ্রাম ওজনের এই স্বর্ণের বাজারমূল্য অনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা।