• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জের ডাকাত সর্দার মোস্তাক আটক

প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০১৭
জকিগঞ্জের ডাকাত সর্দার মোস্তাক আটক

সিলেট সুরমা ডেস্ক : দক্ষিণ সুরমায় ডাকাত দলের এক সর্দারকে আটক করেছে মোগলা বাজার থানা পুলিশ।রবিবার দিবাগত রাতে মোগলা বাজার থানার এ এস আই আব্দুল জালিলের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার থানার শ্রিরামপুর বাইপাস থেকে আটক করে। আটককৃত ডাকাত সর্দার মোস্তাক আহমদ উরফে জ্বলা মোস্তাক জকিগঞ্জ থানার কাপনা গ্রামের আছদ্দর আলীর ছেলে। সে জকিগঞ্জ থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে প্রায় ২ বছর যাবত পলাতক রয়েছে বলে জানিয়েছেন মোগলা বাজার থানার এ এস আই আব্দুল জলিল। এ বিষয়ে জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই ইমরুজ তারেক বলেন আসামী মোস্তাক জকিগঞ্জের চিহ্নিত ডাকাত তার বিরুদ্ধে আমাদের থানায় ৪টি ডাকাতি মামলা এবং  ২টি মামলার ওয়ারেন্ট রয়েছে।