• ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মেডিকেল শিক্ষা বোর্ড স্থাপনে সরকার একটি আইন প্রণয়ন করছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত নভেম্বর ১, ২০১৫
মেডিকেল শিক্ষা বোর্ড স্থাপনে সরকার একটি আইন প্রণয়ন করছে : স্বাস্থ্যমন্ত্রী

সিলেট সুরমা ডেস্ক : চিকিৎসা সেবায় সহযোগী কার্যক্রমে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সরকার একটি শিক্ষা বোর্ড স্থাপন করতে সময়োপযোগী আইন প্রণয়নের কাজ চূড়ান্ত করেছে।
আজ সংসদে সরকারি দলের এম, আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম একথা জানান।
তিনি বলেন, ‘চিকিৎসা সেবায় সহযোগী কার্যক্রমে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এতোদিন ‘দ্য স্ট্যাট মেডিকেল ফ্যাকালটি অব বাংলাদেশ’ দেশের মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (এমএটিএস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।’
মন্ত্রী বলেন, সরকার সময়োপযোগী একটি শিক্ষা বোর্ডের মাধ্যমে বর্ণিত শিক্ষাক্রম পরিচালনা করার জন্য একটি আইন প্রণয়ন কার্যক্রম প্রায় চূড়ান্ত করেছে। বাংলাদেশ এ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড আইন- নামের আইনের খসড়াটি বর্তমানে প্রমিতকরণের লক্ষ্যে বাংলাভাষা বাস্তবায়ন কোষে পাঠানো হয়েছে। প্রমিতকরণের পর আইনটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে তিনি জানান।সূত্র: বাসস