• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

 ভারতের পূর্বাঞ্চলে বজ্রপাতে ২৭ জনের মৃত্যু

প্রকাশিত জুন ৯, ২০১৮
 ভারতের পূর্বাঞ্চলে বজ্রপাতে ২৭ জনের মৃত্যু

সিলেট সুরমা ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ২৭ জনের প্রাণহানি ও আরো অন্তত ৩৪ জন আহত হয়েছে।ভারতের কর্মকর্তারা শনিবার একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
রাজ্যের সাহারসা, উত্তর দ্বারভাঙ্গা, পূর্ব চম্পারন ও সমস্তিপুর জেলায় এই সব হতাহতের ঘটনা ঘটে।
পাটনার এক কর্মকর্তা বলেন, ‘বিহারে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। সাহারসা জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখানে ৮ জন মারা গেছে।’অল-ইন্ডিয়া রেডিও’র খবরে জানায়, স্থানীয় সরকার নিহতদের পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫ হাজার ৯২৩ মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।
খবরে বলা হয়েছে, ঝড়ে আম, লিচু ও ভুট্টসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।সূত্র: বাসস