এম এ মালেক
সিলেট সিটি কর্পোশেনের গুরুত্বপূর্ণ ওয়ার্ড হিসেবে পরিচিত ২৭ নং ওয়ার্ড। এ ওয়ার্ডের ভেতরে রয়েছে সরকারী সকল দাপ্তরিক কার্যালয়। বিভাগীয় সদর দপ্তর,ডিআইজি কার্যালয়সহ সরকারী বিভিন্ন কার্যালয়ে দাপ্তরিক কার্য সম্পাদনের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে। এ ওয়ার্ডের ভেতর রয়েছে বিভাগীয় পাসপোর্ট অফিস। বিসিক শিল্পনগরী গোটাটিকর কলকারখানা সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত থাকলে ও ২৭ নং ওয়ার্ডের বেশিরভাগ এলাকাতে ড্রেনেজ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সিটি কর্পোশেনের ২৫ ও ২৬ নং ওয়ার্ডের অবস্থানও দক্ষিণ সুরমা অংশে। এ দুটি ওয়ার্ডেও ড্রেনেজ সমস্যা বিদ্যমান। ২৬ নং ওয়ার্ডের ভেতর রয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিলেট রেলওয়ে স্টেশন। গণবসতিপূর্ন এ তিনটি ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন তিনজন পুরুষ কাউন্সিলর ও একজন মহিলা কাউন্সিলর। আগামী সিটি নির্বাচনে তিনটি ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যে কয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন,তাদেরই একজন নাছিমা চৌধুরী আতিয়া। ২৭ নং ওয়ার্ডের আলমপুরের লাকি মঞ্জিলে বসবাসকারী মহিলা কাউন্সিলর প্রার্থী নাছিমা চৌধুরী আতিয়া দৈনিক সিলেটের দিনকালের সাথে আলাপকালে বলেন, তিনি নির্বাচিত হলে নাগরিক সূযোগ সুবিধা বঞ্চিত এ তিনটি ওয়ার্ডের মধ্যে বিদ্যমান সকল সমস্যা চিহ্নিত করে সবার মতামতের ভিত্তিতে তার সঠিক বাস্তবায়ন ও পরিকল্পিত উন্নয়নমুলক কাজ করবেন। তিনটি ওয়ার্ডের অসম্পূর্ন রাস্তা মেরামতসহ ওয়ার্ডগুলোকে বসবাসযোগ্য নিরাপদ আবাসস্থল ও সুন্দর ও পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। তিনটি ওয়ার্ডের শান্তি শৃংখলা রক্ষা ও তিনটি ওয়ার্ডকে উন্নয়নমুখি কাজের মাধ্যমে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান নাছিমা চৌধুরী আতিয়া। তিনটি ওয়ার্ডের ভেতরে নিরক্ষরতা দুরিকরণ, ড্রেনেজ সমস্যার সমাধানসহ অসহায় নারীদের পাশে থেকে তিনি তাদের কল্যাণে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন ।