• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শাহজালাল বিমানবন্দরে ৮০ পিস সোনার বার উদ্ধার

প্রকাশিত এপ্রিল ১৭, ২০১৫
শাহজালাল বিমানবন্দরে ৮০ পিস সোনার বার উদ্ধার

সিলেট সুরমা ডেস্ক :  ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিটের নিচ থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় প্রায় ৫ কোটি টাকা।আজ সকাল সোয়া ৬টার দিকে উদ্ধারকৃত সোনার বারগুলো সিটের নিচে কালো রংয়ের স্কচটেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, সকাল ৬টার দিকে মালয়েশিয়া থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল ওই বিমানটিতে ঝটিকা তল্লাশি অভিযান চালায়। তিনি বলেন, অভিযানের এক পর্যায়ে কাস্টমস হাউজের কর্মকর্তারা পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করে। প্রতিটি বারের ওজন ১০ তোলা করে। সোনা আটকের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জব্দকৃত সোনা গুলো বর্তমানে কাস্টমস এর হেফাজতে আছে। এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।সূত্র: বাসস