সিলেট সুরমা ডেস্ক : সিলেট-হবিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। শনিবার (৫ মে) দুপুর ১টায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানান, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদসহ পুলিশ প্রশাসন অটোরিকশা শ্রমিকদের এ অনিয়মের বিষয়টি নিরসন করে দেবেন বলে আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।এর আগে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেওয়ার প্রতিবাদে শুক্রবার (৪ মে) রাত ১০টায় সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।এদিকে, পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে ঢাকা-সিলেট রুটে ধর্মঘট পালন করে বাস মালিক সমিতি। ধর্মঘটের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিলো। এতে দুর্ভোগে পড়েন এই রুটের যাত্রীরা। সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।