সিলেট সুরমা ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে হাজী শহিব উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিয়ানীবাজার-সিলেট সড়কের গাছতলা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।শহিব উদ্দিন বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামের বাসিন্দা। তিনি পৌরশহর এলাকার জামান প্লাজার আবরনী বস্ত্র বিতানের মালিক।বিয়ানীবাজার থানার ওসি মো. শাহজালাল মুন্সি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে দোকানের মালামাল কিনে সিলেট থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে পালিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।