• ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে ডাস্টবিন থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত এপ্রিল ২৭, ২০১৫
সিলেটে ডাস্টবিন থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর লামাবাজারে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মদন মোহন কলেজের পাশে ডাস্টবিনে এই নবজাতকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।স্থানীয় পথচারী এনামুল হক বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আমি এই সড়ক দিয়ে হেটে যাচ্ছিলাম। প্রচুর মানুষের ভিড় দেখে সামনে এগিয়ে দেখি সিটি করর্পোরেশনের ডাস্টবিনের মধ্যে এক নবজাতকের মরদেহ পড়ে আছে। এরপর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে।ঘটনাস্থলে থাকা কোতায়ালী থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম বলেন, আপাতত বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কে বা কারা একে ফেলে গেছে আমরা জানি না। তদন্তের মাধ্যমে এসব জানা যাবে।