• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ আসর শুরু ৩০ মে

প্রকাশিত এপ্রিল ২৫, ২০১৫
২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ আসর শুরু ৩০ মে

সিলেট সুরমা ডেস্ক::ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ। আর আগামী ২০১৯ সালের বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। অংশগ্রহণ করবে সব মিলিয়ে ১০টি দল। দিনক্ষণও চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি।১০ দলের বিশ্বকাপের আসরের দিনক্ষণ চুড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। আগামী ২০১৯ সালের বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। কলকাতায় অনুষ্ঠিত আইসিসির সভায় ১২তম বিশকাপ আসরের শুরু ও শেষের দিন ঘোষনা হয়। আগামী বছরের ৩০ মে শুরু হয়ে ফাইনাল গড়াবে ১৪ জুলাই। ১০ দলের বিশ্ব আসরে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে থাকা আট দল খেলছে সরাসরি বিশ্বকাপ।বাকি দু’দল ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান জায়গা করে নিয়েছে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে। যেখান থেকে বাদ পড়ে যায় আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডের মত বিশ্বকাপ খেলা দলগুলো।এর আগে ২০১৫ সালের বিশ্বকাপ আসরের আয়োজক ছিল যৌথভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত আয়োজক দুই দেশই মুখোমুখি হয়েছিল ফাইনালে। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মত শিরোপা ঘরে তুলে অস্ট্রেলিয়া।আগামী বিশকাপে অংশগ্রহণকারী দলগুলোঃ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং স্বাগতিক ইংল্যান্ড।