সিলেট সুরমা ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেটের মালিক হলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।মঙ্গলবার (২৪ এপ্রিল) আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে এ কীর্তি গড়েন তিনি।এবারের আইপিএল শুরুর আগে দুটি মাইলকের সামনে দাঁড়িয়েছিলেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাব এবং আইপিএলে ৫০০ রান ও ৫০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করার সুযোগ। আইপিএলে খেলতে যাওয়ার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের রান ছিল ৩৯৮০ এবং উইকেট সংখ্যা ছিল ২৯৪। এই দুটো ছুঁতে বল হাতে সাকিবকে নিতে হতো ৭টি উইকেট। তবে ৬টি উইকেট নিলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট এবং ৪০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন তিনি।হায়দরাবাদের প্রথম তিন ম্যাচেই ৫ উইকেট দখল করেন সাকিব। সবার প্রত্যাশা ছিল চতুর্থ ম্যাচেই হয়তো ছুঁয়ে ফেলবেন ৩০০ উইকেটের মাইলফলক; কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সেই ম্যাচে ২ ওভার বোলিং করে ২৮ রান খরচায় উইকেটশূন্য থাকেন তিনি। অপেক্ষাটা বাড়ান রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ পর্যন্ত।গত রোববার চেন্নাইয়ের বিপক্ষেও ম্যাচেও উইকেটশূন্য থাকলেন সাকিব। নিজের কোটার পূর্ণ ৪ ওভার বোলিং করে ৩২ রান খরচ করলেও নিতে পারেননি কোনো উইকেট। অবশেষে মুম্বাইয়ের বিপক্ষে এই রেকর্ডটা স্পর্শ করলেন তিনি।এই ক্লাবের একমাত্র সদস্য ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তবে টি-টোয়েন্টিতে শুধু ৩০০ উইকেট নেয়ার তালিকায় সাকিব পঞ্চম। তার আগের চার সদস্য হলেন ডোয়াইন ব্র্যাভো, সুনিল নারিন, শহিদ আফ্রিদি এবং লাসিথ মালিঙ্গা।