• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সরকারের কার্যকরী পদক্ষেপের ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : শিক্ষামন্ত্রী

প্রকাশিত নভেম্বর ২২, ২০১৫
সরকারের কার্যকরী পদক্ষেপের ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : শিক্ষামন্ত্রী

সিলেট সুরমা ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারের সময়োপযোগী কার্যকরী পদক্ষেপ গ্রহনের ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।তিনি বলেন, কৃষিখাতে সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহন, প্রণোদনা ও প্রশিক্ষণ, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের উদ্ভাবন, কৃষি গবেষকদের নতুন নতুন জাত আবিস্কার, এবং কৃষকদের পরিশ্রমের ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।শিক্ষামন্ত্রী গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কৃষি কলেজ হিসেবে এর যাত্রা শুরু হলেও এটি বর্তমানে একটি বৃহৎ ও সফল শিক্ষা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে এ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। বর্তমানে এখানে ৩ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। এদের ৪৭ ভাগ ছাত্রী।তিনি বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ও অবকাঠামো নির্মানে ৩৫২ কোটি ৬৮ লাখ টাকার প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।নাহিদ বলেন, এ বিশ্ববিদ্যালয়ের মান ধরে রাখার জন্য গবেষনায় আরো জোর দিতে হবে। কৃষিবিদদের নতুন নতুন গবেষণার মাধ্যমে উন্নত মান ও পুষ্টির শস্য, ফল ও সবজি উদ্ভাবন করতে হবে। সবচেয়ে মেধাবীদের এ বিশ্ববিদ্যালয়ে ধরে রাখতে হবে।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এলামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক কৃষিবিদ মেজবাহ উদ্দিন, সাবেক উপাচার্য প্রফেসর সাদাত উল্লাহ, এলামনাই মাহমুদ হোসেন, আখতারুজ্জামান খান ও খায়রুল আলম এবং এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক এ এম এম সালেহ বক্তব্য রাখেন ।অনুষ্ঠানে এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটির সদস্যদের বরণ করে নেয়া হয়।সূত্র:(বাসস)