• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভারত সফরের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: ওবায়দুল কাদের

প্রকাশিত নভেম্বর ২১, ২০১৫
ভারত সফরের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: ওবায়দুল কাদের

সিলেট সুরমা ডেস্ক : আওয়ামী লীগ নেতাদের ভারত সফর পারস্পরিক সম্পর্ক উন্নয়নের, এর সাথে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার(২১এপ্রিল) বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, আওয়ামী আয়োজিত ভারত সফর প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লি সফরে যাচ্ছেন। আসন্ন এই সফর সম্পর্কে তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোববার ১৯ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।ভারত সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, এই সফর পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ও বৃদ্ধির জন্য। এর সঙ্গে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে জঙ্গীবাদ ও আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা হবে।তিনি বলেন, আমাদের ক্ষমতার উৎস এদেশের জনগণ। বিজেপি এসে আমাদের জন্য ভোট চাইবে না, চাইতেও পারবে না। তারা অন্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। অন্যান্য দেশ এ বিষয়ে খুব দৌঁড়াদৌঁড়ি করে। ভারত এসব করে না।আওয়ামী লীগের এই ভারত সফর আগামী ২২এপ্রিল থেকে শুরু করে আগামী ২৪এপ্রিল বিকেলে দেশে ফিরে আসবে ১৯ সদস্যের এই প্রতিনিধি দল।ভারত সফরে ১৯ সদস্যের প্রতিনিধি দলের কর্মসূচির মধ্যে রয়েছে, ২২ তারিখে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে ফুল দিয়ে সম্মান প্রদর্শন, ২৩ তারিখে ভারতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাত, বিকেলে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত ও বিজেপির সঙ্গে বৈঠক।ওবায়দুল কাদেরের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মিছবাহউদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, মাহাবুবু আলম হানিফ, দলটির কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দলটির সাংস্কৃতিক সম্পাদক মিনাল কান্তি দাস প্রমুখ।