সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে ধানকাটা শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৪০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বানিয়াচং-নবীগঞ্জ সড়কের কাগাপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত সূত্রে জানা যায়, সকালের দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থেকে শ্রমিকদের নিয়ে একটি বাস বানিয়াচংয়ে আসে। পথিমধ্যে কাগাপাশা নামক স্থানে এসে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে হাওরে থাকা ধানকাটা শ্রমিকরা এগিয়ে এসে খাদে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করেন।এতে ইসলাম উদ্দিন, রজব আলী, রাসেল মিয়া, কাছুম আলী, তৈয়ব আলী, জমির উদ্দিন, রুবেল মিয়া, শাহিন মিয়া, আরব আলী, মিজান মিয়া, কয়েস আলী, আব্বাস মিয়া, ফুরকান মিয়াসহ বাসে থাকা প্রায় ৪০জন যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রাসেল মিয়া ও শাহিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা সবাই বানিয়াচং সদর ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের বাসিন্দা।ঘটনার সত্যতা স্বীকার করেছেন বানিয়াচং থানার এসআই সালাহ উদ্দিন আহমেদ।