• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু : জালালাবাদ থানায় মামলা দায়ের

প্রকাশিত মে ৯, ২০১৬
৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু : জালালাবাদ থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার :
গত শনিবার সিলেট জেলার জালালাবাদ থানাধীন ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে । নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নিজাম উদ্দীন এবং বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে আহমদ আলী এবং স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মনাফ এবং অন্যান্য আরো দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে, সকাল ৮ ঘটিকায় নির্বাচন শুরু হয়ে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুর ১২ ঘটিকার দিকে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর এজেন্টের মাধ্যমে জাল ভোট প্রদান শুরু করলে মেহদী মহল প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল হট্রগোল শুরু হয়। পুলিশের সামনে সরকার দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়লে তারা অসহায়ত্ববরণ করে পিছু হটে। আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এ রক্তক্ষয়ী সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত সমর্থক রহমত আলী গুরুতর আহত হলে তাকে আশংকাজনক অবস্থায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার দুপুর ০২:৩০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় আহত রহমত আলী মৃত্যবরণ করেন। নিহত রহমত আলী কান্দিগাঁও গ্রামের হাজী আলতাফ মিয়ার ছেলে। নিহত রহমত আলীর বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ আলী, মোহাম্মদ রশিদ আলী সভাপতি কান্দিগাঁও ইউ/পি বিএনপি, আব্দুল হান্নান যুবদল নেতা, মফিজ আলী সহ-সভাপতি কান্দিগাঁও ইউ/পি বিএনপি, সোহেল আহমদ সাবেক মেম্মার, আব্দুল সালাম প্রচার সম্পাদক সদর উপজেলা যুবদল, ছাত্রদল নেতা আশিক আহমদ, জাকির হোসেন,শামসুল ইসলামসহ মোট ০৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার নম্বর জালালাবাদ থানার মামলা নং ১২/১৬।