• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিলিন্ডারের আগুন থেকে ১৪টি বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত মে ৯, ২০১৬
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিলিন্ডারের আগুন থেকে ১৪টি বসতঘর পুড়ে ছাই

সিলেট সুরমা ডেস্ক :  হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর এলাকার পুকুরপাড় গ্রামের কুরিহাটিতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান- দুপুরে পুকুরপাড় গ্রামের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি প্রাণ কৃষ্ণ দাসের গ্যাসের সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর একে একে ১৪টি বসত ঘরে আগুন লেগে যায়। এসময় স্থানীয় লোকজন পানি দিয়ে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ এবং আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে নগদ অর্থ এবং স্বর্ণালংকারসহ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।