সিলেট সুরমা ডেস্ক : এইচএসসি পরীক্ষার হল পরিদর্শকের বিরুদ্ধে ‘খাতা কেড়ে’ নেয়ার অভিযোগ তুলে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে সিলেট সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে এমসি কলেজের প্রধান ফটকে রাস্তাটি অবরোধ করে সিলেট সরকারি কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিক্ষোভরত শিক্ষার্থীরা সিলেট-তামাবিল সড়কে আধা ঘন্টাব্যাপী সড়কে অবস্থান গ্রহণ করেন। এরপর রাস্তা ছেড়ে চলে যায় শিক্ষার্থীরা।
এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষায় এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন সিলেট সরকারি কলেজের শিক্ষার্থীরা এবং সিলেট সরকারি কলেজে পরীক্ষা দিচ্ছেন এমসি কলেজের পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার ছিলো এইচএসসির জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা।
এ পরীক্ষায় অংশগ্রহণকারী কয়েকজন পরীক্ষার্থীর খাতা এমসি কলেজের শিক্ষক কেড়ে নিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় অবস্থান নিয়েছিল বলে জানা গেছে।
এর আগে সোমবার (৯ এপ্রিল) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে দুই কলেজের শিক্ষকরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ‘আপত্তিকর মন্তব্য’ করেছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।