সিলেট সুরমা ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান জামিন পেয়েছেন। কারাগারে দুই দিন থাকার পর পর ৫০ হাজার রুপি মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।শনিবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর আদালত সালমানের জামিন মঞ্জুর করেন।১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় দুটি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করার দায়ে ৫ বছরের কারাদণ্ড হয় সালমানের। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯/৫১ ধারায় এই শাস্তি পান তিনি। কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার রুপি জরিমানাও করা হয় তাকে।এনডিটিভির খবরে জানানো হয়, শনিবার সকালে সালমানের জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। উভয় পক্ষের শুনানি শেষে দুপুরে তার জামিন মঞ্জুর করেন বিচারক রবীন্দ্র কুমার যোশী।রায়ের সময় আদালতে সালমানের আইনজীবীসহ উপস্থিত ছিলেন তার দুই বোন আলভিরা ও অর্পিতা খান শর্মা। তাদের আদালতে নিয়ে যান সালমানের দেহরক্ষী শেরা।৫২ বছর বয়সী এই অভিনেতা আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে কারাগার থেকে বের হবেন