• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লা-মাযহাবীদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের রক্ষা করতে হবে: অধ্যক্ষ মনোওর আলী

প্রকাশিত এপ্রিল ৫, ২০১৮
লা-মাযহাবীদের ষড়যন্ত্র  থেকে মুসলমানদের রক্ষা করতে হবে: অধ্যক্ষ মনোওর আলী

সিলেট সুরমা ডেস্ক : সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন- যুগে যুগে মুসলিম সমাজে বিভিন্ন নামে বিভিন্ন বাতিল ফিরকার উদ্ভব হয়েছে। এদের অপপ্রচার বিষয়ে আমাদের সতর্ক হতে হবে।তিনি আরো বলেন- আমরা হানাফীদের নামায হচ্ছে না, সহীহ হাদীসে আমাদের পক্ষে কোনো দলীল নেই ইত্যাদি বলে এরা অপপ্রচার চালাচ্ছে। এদের অপপ্রচার বিষয়ে আমাদের সতর্ক হতে হবে।তিনি মুসলিম জনতার উদ্দেশ্যে বলেন- লা-মাযহাবীদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমাদের সকল আমলের দলীল কুরআন-সুন্নাহর মধ্যে আছে। সাহাবায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদীন কুরআন-সুন্নাহ অনুসরণে দ্বীনের যে বিষয় যেভাবে করেছেন আমরা সেভাবেই করছি। আমাদের মাযহাবসহ চার মাযহাব সত্য। চার মাযহাবের বাইরের সকল মতবাদ ভ্রান্ত। এ হিসেবে আহলে হাদীস একটি ভ্রান্ত মতবাদ। এদের চক্রান্ত থেকে মুসলমানদের রক্ষা করতে হবে।গতকাল বুধবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন শাখার নতুন কার্যালয় উদ্বোধন ও খানকাহ্ মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।অলংকারী ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিয হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নজির আহমদের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাবেক প্রচার সম্পাদক মাওলানা আমিনুর রহমান আফছর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক কেন্দ্রীয় সদস্য হাফিজ ফারুক আহমদ, সিলেট পশ্চিম জেলার অর্থ সম্পাদক ও দক্ষিণ সুরমা থানার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশা, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সভাপতি হাফিজ ইসলাম উদ্দিন লতিফী, পনাউল্ল­াহ বাজার হাফিজিয়া মাদরাসার সাবেক শিক্ষক হাফিজ তেরা মিয়া, আল মদিনা দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আব্দুল মালিক, পনাউল্ল­াহ বাজার হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা শাহিন আহমদ, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, অলংকারী ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা রজব আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সদস্য আব্দুল আলী, কামাল বাজার আঞ্চলিক শাখা তালামীযের সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ।