• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বদলে গেলো ৫ জেলার নামের বানান

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২, ২০১৮
বদলে গেলো ৫ জেলার নামের বানান

সিলেট সুরমা ডেস্ক : বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করেছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর নিজ কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।

তিনি জানান, এসব জেলার কিছু কিছু নামের বানান ব্রিটিশ আমলে করা ছিল। তাই নিকার প্রস্তাবের ভিত্তিতে বাংলা বানানের সঙ্গে মিল রেখে সেগুলো পরিবর্তন করা হয়েছে

বর্তমানে চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong, কুমিল্লার বানান Comilla, বরিশালের বানান Barisal, যশোরের বানান Jessore ও বগুড়ার বানান Bogra।

কিন্তু এই পরিবর্তনের ফলে এখন থেকে Chittagong-এর পরিবর্তে বানান করে লিখা হবে Chattagram, Comilla-এর পরিবর্তে Cumilla, Barisal-এর পরিবর্তে Barishal, Jessore-এর পরিবর্তে Jashore এবং Bogra-এর পরিবর্তে Bogura লিখা হবে।