• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে ২২৯ বস্তা ভিজিএফের চাল জব্দ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৫, ২০১৮
দিরাইয়ে  ২২৯ বস্তা ভিজিএফের চাল জব্দ

সিলেট সুরমা ডেস্ক : দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন চেয়ারম্যানের বাসভবনে রাখা ভিজিএফ এর ২২৯ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।শনিবার (২৪ মার্চ) রাত ১২টায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের নির্দেশে দিরাই উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরস্থ হারানপুরের চেয়ারম্যানের বাসভবনে অভিযান চালিয়ে ওই চালগুলো জব্দ করেন।

এ সময় তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ তাঁর নিজ বাসভবনে উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরশাদুল আলম রোববার দুপুরে হেফাজতে রাখা চালগুলো উপজেলা খাদ্যগুদামে জমা দানের জন্য চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে নির্দেশ দিয়েছেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ বলেন, আমি এর আগেও আমার নিজের বাসায় চাল রেখে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে বিতরণ করেছি। ১৭ মার্চ একই উদ্দেশ্যে চালগুলো খাদ্যগুদাম হতে উত্তোলন করে আমার নিজ বাসভবনে জমা রেখেছি।

ব্যক্তিগত বাসভবনে সরকারি ভিজিএফ এর চাল জমা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কোন পূর্বানুমতি নিয়েছিলেন কিনা জানতে চাইলে চেয়ারম্যান কোন সদুত্তর দিতে পারেন নি।

ভিজিএফ এর চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার রণধীর রায় বলেন, বিনা অনুমতিতে ব্যক্তিগত বাসভবনে সরকারি ভিজিএফ এর চাল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ এর বাসভবনে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়েছে। এখন জব্দকৃত চালগুলো খাদ্যগুদামে নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মইন উদ্দিন ইকবাল বলেন, এ ঘটনার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর জব্দকৃত চালের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে

এদিকে ভিজিএফ গ্রহীতারা তাদের চাল সংগ্রহের জন্য চেয়ারম্যানের বাসায় ভিড় জমিয়েছেন বলে স্থানীয় লোকজন জানান।