• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করার মুখ বিএনপির নেই : তথ্যমন্ত্রী

প্রকাশিত মার্চ ১১, ২০১৮
খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করার মুখ বিএনপির নেই : তথ্যমন্ত্রী

সিলেট সুরমা ডেস্ক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করার মুখ বিএনপির নেই।তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির কথা, সহায়ক সরকারের কথা, মিথ্যা মামলা ও মামলার নীল নকশার কথা বলে বিএনপি নির্বাচন বর্জন করার অজুহাত খুঁজছে।শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’এই বই বিতরণকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।হাসানুল হক ইনু বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত আদালতই খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ করবে, এ ব্যাপারে সরকারের কিছু করার নেই।এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) নুরে আলম সিদ্দিকী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি মিরপুর উপজেলা অডিটোরিয়ামে ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ করেন।
এছাড়া আজ বিকেলে তিনি তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পুরস্কার বিতরণ করবেন। ১১ মার্চ, ২০১৮ (বাসস)