• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার  মুক্তি দাবিতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল 

প্রকাশিত মার্চ ৬, ২০১৮
খালেদা জিয়ার  মুক্তি দাবিতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল 

সিলেট সুরমা :: তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

মিছিলটি মঙ্গলবার সিলেট নগরীর ধোপাদিঘীর পাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বন্দবাজার পয়েন্টে এসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মওদুদুল হক মওদুদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী খুর্শেদ, স্বেচ্ছাসেবক দল নেতা দিপক রায়, আলতাফ হোসেন বিলাল, খালেদুর রশীদ ঝলক, নাজিম উদ্দিন, আব্দুল হান্নান, রায়হাদ বক্স রাক্কু, শাহীন আহমদ, আবুল কালাম, দেওয়ান কামরান, সুমন শিকদার, দেওয়ান নিজাম খান, শাহজাহান রশীদ সাজু, আবু মুসা, শামীম আহমদ লোকমান, রিনুক আহমদ, শামীম আহমদ, তৌহিদুল ইসলাম আবু, লিটন আহমদ, রাশেদুজ্জামান রাসেল, রাজন তালুকদার, আবুল কালাম আজাদ, এম.ডি মুকিত, মো. শফিক, মোহাম্মদ হাবিব, হাবিবুর রহমান হাবিব, কুদ্দুছ মিয়া, মঈনুদ্দিন, পাপলু আহমদ, শাহাব উদ্দিন, মেহেদী হাসান জনি, মুহিবুর রহমান, জাহিদ হোসেন জনি, সুলতান আহমদ, মুরাদ হাসান, তুহিন আহমদ মূসা, জসিম উদ্দিন, আমিনুর রহমান আমিন, অপু আহমদ, আলী হোসেন, আজমল আলী, বদরুল ইসলাম, আবদাল আহমদ, তাজুল ইসলাম, তোফায়েল আহমদ, আব্দুল¬াহ আল মামুন, আলামিন, সামাদুর রহমান অপু, এস.আর সাবেল আহমদ, সৌরভ আহমদ, সেবুল আহমদ, ফয়ছল আহমদ, বিলাল আহমদ, আহমেদ শামীম প্রমুখ। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,  বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় জেলে রেখে সরকার আবারও নীল নকশার নির্বাচন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে অব্যাহতভাবে অপব্যবহার করে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে গণঅভ্যূত্থানে রূপ দিতে রাজপথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। আন্দোলন ঠেকাতে বাবুকে গ্রেফতার করে নেতাকর্মীকে দমিয়ে রাখা যাবেনা বরং গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর রূপ ধারন করবে। জিঘাংসা চরিতার্থ করার খায়েশ পূরণ হবেনা জানিয়ে বক্তারা বলেন, আন্দোলনের মুখে সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। নেতৃবৃন্দরা অনতিবিলম্বে শফিউল বারী বাবু সহ সকল রাজবন্দিদের নি:শর্ত মুক্তির দাবি জানান।