সিলেট সুরমা :: বাকশিল্পের শিক্ষার্থীদের মাইক্রোফোন ব্যাবহার শিক্ষণ একান্ত প্রয়োজন। গত ৩ ও ৪ মার্চ মুক্তাক্ষর আয়োজন করে দু’ দিন ব্যাপী মাইক্রোফোন ব্যাবহারেরর অনুশীলন। সিলেট কুয়ারপাড় স্টুডিও শার্প সাউন্ড এ মুক্তাক্ষরের শিক্ষার্থীরা অংশ নেয়।
ছোটদের প্রশিক্ষণে ছিলেন মুক্তাক্ষরের পরিচালক ও আবৃত্তি প্রশিক্ষক বিমল কর ও সিলেট বেতারের ঘোষিকা, কণ্ঠ শিল্পী মুক্তাক্ষরের সাংগঠনিক সম্পাদিকা পপি কর। ভয়েস থ্রোইং এ সাউন্ড সিস্টেম শিল্পীর বড় অসহযোগিতা কারক। বুঝানো হয় মাইক্রোফোন ব্যাবহার, রেকডিং নিয়ম, ল’ ফল্প, হাই- ফল্ট।(১) নিজের অসুবিধা যেমন– মানসিক, জড়তা, গলাশোকানো ও উচ্চারণ ত্রুটি। (২) অনভি প্রেত আওয়াজ যেমন– জ্বিবের সাথে দাঁতের ঘষা, শ্বাস- চুড়ি- কাগজের আওয়াজ। (৩) পপ সংক্রান্ত যেমন– ওষ্ঠ বর্ণ, মহাপ্রাণ গুলি মাইক্রোফোনে ধাক্কা না খায়। প্রশিক্ষণে রেকডিং এ পপ ফল্ডার ব্যাবহার, গলা ভিজানো, মুখে থুথু না জমানো ও শ্বাস গ্রহণ ও বর্জনে সাবধানতা। সবশেষে শিক্ষার্থীদের দিয়ে একুশের কবিতা রেকডিং করা হয়। যা অনুশীলন অভিজ্ঞতার আলোকে আবৃত্তিগুলো নুতুন অ্যালবামে আত্মপ্রকাশ করবে।