• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শাহ্ খুররম ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার প্রদান

প্রকাশিত মার্চ ৬, ২০১৮
শাহ্ খুররম ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার প্রদান

সিলেট সুরমা :: সিলেট সদর উপজেলার শাহ্ খুররম ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (০৫ মার্চ )অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দা জৈবুন্নেছা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: জাকির হোসেন।

ক্রীড়া শিক্ষক শফিক মিয়ার সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিজাম উদ্দিন চেয়ারম্যান, শাহাব উদ্দিন লাল (সাবেক ইউপি সদস্য), হাজী মিসবাহ উদ্দিন, আলিম উদ্দিন, প্রভাষক মিন্টু চন্দ্র দাস। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কমর উদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুস সহিদ, সহকারী অধ্যাপক সঞ্জয় তালুকদার, প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।