• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে আটক ১০, আহত ৫

প্রকাশিত মার্চ ৫, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে থানা পুলিশ।সোমবার (৫ মার্চ) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাটির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইকবাল হাসান সাজাদ জানান, সকাল ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে অনুমানিক ৪০ মিনিট উভয় পক্ষের সংঘর্ষ চলে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মো. আবুল কালাম ও একই এলাকার হাজী রজাক আলীর মধ্যে রাড়ির রাস্তাকে কেন্দ্র করে বিরোধে চলে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে মো. আবুল কালাম পক্ষের লোকজন রাস্তা দিয়ে গবাদিপশু বের করলে অপরপক্ষ হাজী রজাক আলীর লোকজন তাতে বাঁধা প্রধান করে। এর জের ধরেই উত্তেজিত হয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেন রজাক আলীর লোকজন।এতে উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতরা হলেন মো. আবুল কালাম পক্ষের কয়েছ মিয়া (১৮), মনির বক্স (২৫) ও হাজী রজাক আলী পক্ষের মজিদ উল্ল্যা (৩৮), কালাম আহমদ (৩২), খালেদ মিয়া (১৯)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।উভয়পক্ষের ১০ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।