সিলেট সুরমা ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করতে ফুয়েল মিক্সের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। ইলেকট্রিক যানবাহন আসছে। এলপিজি (অটোগ্যাস) থেকে যানবাহন চলা শুরু হয়েছে। যানবাহনে ফুয়েল মিক্সের সুযোগ থাকলে গ্রাহকরা সাশ্রয়ী মূল্য সম্পর্কে সচেতন হতে পারবে।প্রতিমন্ত্রী শুক্রবার ঢাকার তেজগাঁয়ে অটোগ্যাস স্টেশন উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, পরিবেশবান্ধব ক্লিন ফুয়েলের বিস্তারে এলপিজি বা অটোগ্যাস বিরাট ভূমিকা রাখবে। এলপিজি বা অটোগ্যাসের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। জাপানের এলপিজি কোম্পানি সাইসাস ওয়ান এবং বাংলাদেশের ওমেরা পেট্টোলিয়াম লিমিটেড যৌথভাবে বাংলাদেশে ওমেরা গ্যাস ওয়ান নামে কোম্পানির মাধ্যমে অটোগ্যাস বিপণন করবে। ইতোপূর্বে আরো দুটি স্টেশন থেকে অটোগ্যাস বিপণন করা হচ্ছে। প্রতি লিটার অটোগ্যাস ৫০ টাকা ধরা হয়েছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিস্ফোরক অধিদপ্তরের প্রধান তদন্ত কর্মকর্তা মো. শামসুল আলম, ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী ও জাপানের এলপিজি কোম্পানি সাইসাস ওয়ান-এর চিফ ওপারেটিং অফিসার তমুহিকু কায়ামুতু বক্তব্য রাখেন। ৩ মার্চ, ২০১৮ (বাসস)