সিলেট সুরমা ডেস্ক : তদন্তের পর জিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী।শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি জানান।আইজিপি বলেন, ডিআইজি মিজানের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।সিলেট পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত এ সমাবেশে দেশ থেকে জঙ্গিবাদ নির্মুল করা হয়েছে দাবি করে আইজিপি সকলের সহযোগিতা পেলে মাদক নির্মীলও সম্ভব বলে মন্তব্য করেন।সিলেটের ডিআইজি কামরুল আহসানের সভাপতিত্বে ও পুলিশ সুপার মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে মহানগর পুলিশ কমিশনার ড. গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানসহ জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধরা বক্তব্য রাখেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্বে থাকা মিজানুর রহমানের বিরুদ্ধে অস্ত্রের মুখে তুলে নিয়ে এক নারীকে বিয়ে করার অভিযোগ ওঠে। এ অভিযোগে তাকে ৯ জানুয়ারি প্রত্যাহার করা হয়।সিলেটের ডিআইজি ও পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা মিজানুরের বিরুদ্ধে সিলেটে থাকাকালীন সময়েও বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠেছিলো।