• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিএনপি বিপর্যয়ের মুখে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে : হানিফ

প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি বিপর্যয়ের মুখে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে।বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের মামলায় ইতিমধ্যে আদালতের রায়ে কারাদন্ডে দন্ডিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দন্ডপ্রাপ্ত একজন আসামীর আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ নেই। বিএনপি বির্পযয়ের মুখে কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে বেড়াচ্ছে।মাহবুব উল আলম হানিফ শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জাতিয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আইনানুগভাবে যাদের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা থাকবে তারাই নির্বাচনে অংশ গ্রহণ করবে। হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া অযোগ্য হলে তাকে বাদ দিয়েই নির্বাচন হবে। আন্দোলন সংগ্রাম করে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না।’কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ (বাসস)