সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশ বিজ্ঞান শিল্প ও গবেষণা পরিষদ (সংশোধনী) আইন, ২০১৮ বিষয়ক আলোচনা , প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন শেষে জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপনের সুপারিশ করা হয়।আজ সংসদ ভবনে দশম জাতীয় সংসদের ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।কমিটির সদস্য ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে ১৭তম এ বৈঠকের মুলতবি বৈঠকে কমিটির সদস্য ইমরান আহমেদ, মোহাম্মদ আমান উল্লাহ এবং হাজেরা খাতুন অংশগ্রহণ করেন। এতে বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান উপস্থিত ছিলেন। ২২ ফেব্রুয়ারি, ২০১৮ (বাসস)