• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অবহেলিত ও নির্যাতিত নারীদের পাশে থাকতে চাই : কাউন্সিলর প্রার্থী সামিরুন নেছা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০১৮

এলাকার অবহেলিত ও নির্যাতিত নারীদের পাশে থাকার পাশাপাশি সরকারি অনুদানে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা সমাধান আমার নির্বাচনী অঙ্গিকার। প্রতিটি মহল্লা, যুবক ও মুরব্বীদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে সমস্যা সমাদানের চেষ্টা করব ইনশাআল্লাহ। গত ১৬ ই ফেব্রুয়ারী শুক্রবার রাত্রে নগরীর ২৫ নং ওয়ার্ডের কাইস্তরাইল এলাকার যুব সংগঠক সুমন মিয়ার বাড়ীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন,আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫,২৬,ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোছাম্মদ সামিরুন নেছা। বিশিষ্ট মুরব্বী ও ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা জাহেদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবী ও মুরব্বী মো: নিজাম উদ্দিন, রুবেল মিয়া ও দিলু মিয়া। বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও মুরব্বী জামাল উদ্দিন, উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইকবাল আহমদ, যুব সংগঠক সুমন আহমদ ও শাওন আহমদ, কাইস্তরাইল সমাজকল্যাণ সমিতির সংগঠনিক সম্পাদক আসাদ উদ্দিন এপলু, সমাজসেবী হাসান উদ্দিন রাসেল, সামাদ উদ্দিন শিপলু, সাইফ উদ্দিন রনি প্রমূখ। প্রেস-বিজ্ঞপ্তি।