• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন গাপটিল

প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : স্বদেশী ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে আজ ১০৫ রানের ইনিংস খেলার পথে ছোট ফরম্যাটের সর্বোচ্চ রানের মালিক হন গাপটিল। ৭৩ ম্যাচের ৭১ ইনিংসে গাপটিলের রান এখন ২১৮৮। এত দিন এ তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালামের সংগ্রহ ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ২১৪০ রান । দু’জনই ২টি করে সেঞ্চুরি ও ১৩টি করে হাফ-সেঞ্চুরি করেছেন।
অকল্যান্ডে খেলতে নামার আগে ৭২ ম্যাচের ৭০ ইনিংসে গাপটিলের রান ছিলো ২০৮৩। ম্যাককালামকে টপকে যেতে গাপটিলের প্রয়োজন ছিল ৫৮ রান। ৯টি ছক্কা ও ৬টি চারে ৫৪ বলে ১০৫ রান তুলে ম্যাককালামকে টপকে যান গাপটিল। এ ছাড়া এ ঝড়ো ইনিংসের পথে ৪৯ বলে নিউজিল্যান্ডের হয়ে দ্রুত সেঞ্চুরি তুলে ম্যাককালামকে পেছনে ফেলেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ৫০ বলে সেঞ্চুরির রেকর্ড ছিলো ম্যাককালামের।
টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রানে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ৫৫ ম্যাচের ৫১ ইনিংসে ১৮টি হাফ-সেঞ্চুরিতে ১৯৫৬ রান রয়েছে সেঞ্চুরিহীন কোহলির। তার গড়- ৫২ দশমিক ৮৬। যা ঈর্ষণীয়। কারণ ছোট ফরম্যাটে অন্তত ৭শ’ রান করা কোন ব্যাটসম্যানেরই ৪০এর উপর গড় নেই।
টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ৭৩ ৭১ ২১৮৮ ৩৪.১৮ ২ ১৩
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৭১ ৭০ ২১৪০ ৩৫.৬৬ ২ ১৩
বিরাট কোহলি (ভারত) ৫৫ ৫১ ১৯৫৬ ৫২.৮৬ ০ ১৮
তিলকরতেœ দিলশান (শ্রীলংকা) ৮০ ৭৯ ১৮৮৯ ২৮.১৯ ১ ১৩
শোয়েব মালিক (পাকিস্তান) ৯২ ৮৬ ১৮২১ ২৯.৩৭ ০ ৬

১৬ ফেব্রুয়ারি ২০১৮ (বাসস)