• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নির্বাচনে অংশ না নিলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক :  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে, বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবেনা।শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ে আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে ৬ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নাসিম আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে- নির্বাচন কমিশন রেফারি থাকবে, আর সেখানে গোল দিবে শেখ হাসিনা। দেশে গণতন্ত্র আছে বলেই শ্রমিক-কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে। উন্নত দেশে যেভাবে নির্বাচন হয়, তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে ২০১৮ সালের ডিসেম্বর মাসে।১৪ দলের মুখ্যপাত্র বিএনপির উদ্দেশ্যে আরো বলেন, খেলা হবে মাঠে। নির্বাচনে অংশ নিন। খেলার মাঠে আর কোন ফাউল করবেন না। জনগণ যাকে ভোট দেয়, আমরা তা মেনে নিবো। কাউকে জেলে রেখে আমরা নির্বাচন থেকে বিরত রাখতে চাই না।দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনি আদালতের আশ্রয় নিন। আদালত যদি আপনাকে মুক্ত করে দেয়, তাতে আমাদের কোন আপত্তি নেই। আওয়ামী লীগ কখনই প্রতিহিংসার রাজনীতি করেনা। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ওবায়দুর রহমান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার দাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুল আল-মামুনসহ অন্যরা। ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ (বাসস)