সিলেট সুরমা ডেস্ক : ব্রাজিলের রাজধানী রিওডি জেনিরোতে বৃহস্পতিবার প্রচণ্ড ঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। এতে প্রায় ২ হাজার লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। খবর সিনহুয়া’র।
খবরে বলা হয়, ঝড়বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে নগরীর একটি বয়স্ক দম্পতি, ১৫ বছর বয়সী এক শিশু ও এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। পুলিশ অফিসার গাড়ি চালিয়ে যাওয়ার সময়ে একটি গাছ তার গাড়ির ওপর ভেঙে পড়ে। এ ঝড়ে দুটি ভূমিধসের সৃষ্টি হয়।
নগরীর কয়েকটি অঞ্চলে ও আশেপাশের সমস্ত এলাকা মাসব্যাপী ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে। বেশির ভাগ এলাকায় পানির স্তর দুই মিটার ছাড়িয়ে গেছে। এতে করে বিপুল সংখ্যক পরিবার ঘরছাড়া হয়ে পড়েছে।
মহাসড়ক প্লাবিত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটায় নগরীর বাসিন্দাদের দৈনন্দিন জীবন বিপন্ন হয়ে পড়েছে।
রিও’র মেয়র মার্কেলো ক্রিভেলা এ সময় ইউরোপে যাচ্ছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র পাঠান। তিনি বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে’ ও নিয়ন্ত্রণে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে।১৬ ফেব্রুয়ারি, ২০১৮ (বাসস ডেস্ক) :