• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতে রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব বিজেপি মন্ত্রীর

প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারতে’র বার্তা নিয়ে দেশটি জুড়ে যখন ব্যাপক প্রচারাভিযান চালাচ্ছে ক্ষমতাসীন বিজেপি ঠিক সেই সময়েই ‘প্রদীপের নিচেই অন্ধকার’ ধরা পড়লো খোদ বিজেপি শাসিত রাজ্য রাজস্থানেই।রাজস্থানের জয়পুরে রাস্তার পাশে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গেছে রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কালীচরণ সরাফকে। তার এই কাণ্ডের ছবি ক্যামেরাবন্দি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরালও হয়ে গেছে।বিজেপি শাসিত রাজস্থান রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর এই কাণ্ড ব্যাপক অস্বস্তি তৈরি করেছে বিজেপি নেতৃত্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর এই কীর্তির সমালোচনায় অনেকেই সরব হয়েছেন।

অবশ্য এটাকে তেমন ‘বড় কোনো ঘটনা’ হিসেবে মনে করছেন না প্রতিমন্ত্রী কালীচরণ। বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বড় কোনো ইস্যু নয়।’তবে কালীচরণের দৃষ্টিতে এটা ‘বড় ঘটনা’ না হলেও বিষয়টিকে কেন্দ্র করে তার সমালোচনায় সরব হয়েছেন রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি অর্চনা শর্মা।তিনি বলেন, ‘স্বচ্ছ ভারত অভিযানের নামে যখন প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে, ঠিক সেই সময়ে নেতাদের এসব জঘন্য কীর্তি মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে।’এর আগে ঢোলপুর উপনির্বাচনের সময়েও একই মন্ত্রীকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গিয়েছিল বলেও জানান অর্চনা শর্মা।রাজস্থানে রাস্তায় প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানার বিধান রয়েছে। তবে প্রকাশ্যে রাস্তায় মূত্র বিসর্জন করা প্রতিমন্ত্রী কালীচরণকে এ ঘটনায় জরিমানা করা হয়েছে কি-না সে বিষয়ে জানা যায়নি।