• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের অনতিবিলম্বে তাদের নিজ বাসভূমে ফেরৎ নিতে হবে : মায়া চৌধুরী

প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, রোহিঙ্গাদের বল প্রয়োগ করে নিজ বাসভূমি থেকে বিতাড়ণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদের ফেরৎ নিতে হবে।রোহিঙ্গারা বাংলাদেশে মানবিক ও সামাজিক সমস্যার সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা মোকাবিলায় খাদ্যশস্য ও অন্যান্য সহযোগিতা নিয়ে বিশ^ সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।মন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে সময় ক্ষেপন না করে মায়ানমারের উপর চাপ বাড়াতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।মায়া চৌধুরী আজ বুধবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহবান জানান।ইন্দোনেশিয়ার সরকার রোহিঙ্গাদের জন্য যে ২ হাজার মেট্রিকটন চাল পাঠিয়েছে তা গ্রহণ করে ত্রাণমন্ত্রী সেই চাল রোহিঙ্গাদের মাঝে বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল, রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম আজাদ, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী, মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান হাবিবুল কবির চৌধুরী, সাইক্লোন প্রিপেয়ার্ডসেন প্রোগ্রামের পরিচালক আহমেদুল হক ও ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।মায়া চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় ও পাহাড় ধস বিবেচনায় রোহিঙ্গা ক্যাম্পের কিছু ঘর অন্যত্র সরিয়ে নেয়া হতে পারে। রোহিঙ্গা পরিবারগুলো এসব ঘর প্রথম দিকে পাহাড়ের ছড়ায় ও খাড়া ঢালে অপরিকল্পিতভাবে তৈরী করেছিল। বর্তমানে ঝুঁকিপূর্ণ না হলেও ঘূর্ণিঝড় বা অতিবৃষ্টিজনিত কারণে পাহাড় ধস হলে এ ঘরগুলো ঝুঁকিতে পড়তে পারে। সে বিবেচনায় পূর্ব প্রস্তুতি হিসেবে ঘরগুলো সরিয়ে নেয়ার পরিকল্পণা করা হয়। ঘরগুলো অন্যত্র সরিয়ে নেয়ার সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী।১৪ ফেব্রুয়ারি, ২০১৮ (বাসস)