• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যারা দুর্নীতি ও সন্ত্রাস করবে তাদের সবার বিচার হবে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা দুর্নীতি করবে, যারা সন্ত্রাস করবে, যারা জঙ্গিবাদের সাথে জড়িত, তাদের বিচার হতেই হবে।’ইতালি সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যায় রোমে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা সভায় তিনি বলেন, নিজের ভাগ্য গড়তে নয় দেশের মানুষের সেবা করতে তিনি ক্ষমতায় এসেছেন।তিনি বলেন, ‘আমাদের বিচার বিভাগ স্বাধীন। এখানে আমাকে গালি দেয়া বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কি যুক্তি থাকতে পারে আমরাতো সেটা বুঝি না।’এসময় অতীতে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তিনি আগে প্রত্যেকটি মামলায় তদন্ত পরিচালনা এবং প্রতিবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন।শেখ হাসিনা বলেন, ‘আমি বলেছিলাম এসব মামলায় তদন্ত হতে হবে এবং প্রত্যেকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। মামলাটির মেরিট কি ছিল তা দেখতে চাই আমরা।’প্রধানমন্ত্রী জানান, তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটি মামলার তদন্ত হয়েছে এবং প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি কোনও মামলা প্রত্যাহার করিনি এবং করতে দিইনি। কেন আমি তা করব। আমি জানি আমি কোনও দুর্নীতি করিনি।’পদ্মা সেতু নির্মাণকে কেন্দ্র করে বিশ্ব ব্যাংকের অভিযোগের প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হিলারি ক্লিনটন সেসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তখন পদ্মা সেতু প্রকল্প নিয়ে তার (শেখ হাসিনা) দুর্নাম করার জন্য ড. মোহাম্মদ ইউনূস মরিয়া হয়ে ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ইস্যুতে আমার ছেলেকে তিনবার হুমকি দিয়েছে। পদ্মা সেতু প্রকল্পে যে কোনও দুর্নীতি হয়নি তা কানাডীয় আদালতে প্রমাণ হয়েছে। আমি দুর্নীতি করার জন্য ক্ষমতায় আসিনি। আমি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য ক্ষমতায় এসেছিলাম, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য নয়।’

ইতালি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হাজী মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি।ইতালি সফর শেষে আগামীকাল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।সূত্র: বাসস।