স্টাফ রিপোর্টার :: জঙ্গী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টীম কর্তৃক কয়েকজন যুবককে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে এলাকায় সমকামিতার অভিযোগ আছে বলে জানিয়েছে এলাকাবাসী।
গত ১০ ফেব্রুয়ারী ২০১৮ তে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কর গ্রামের জাবির আহমেদ এবং শিপলুর বাড়ির ঠিকানায় উড়ো চিঠি দিয়ে তাদের হত্যার হুমকি দেয়া হয়। উল্লেখ্য জাবির আহমেদ এবং শিপলু দুজনের বিরুদ্ধেই সমকামিতার অভিযোগ রয়েছে এবং তারা অনেক বছর যাবৎ এলাকা ছাড়া।
সাম্প্রতিক কালে একই উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামে জাহিদুল ইসলাম এবং রায়হানের বিরুদ্ধে সমকামিতার প্রমান পাওয়া যায়। এতে স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী মারাত্মক প্রতিক্রিয়া দেখায়।
জঙ্গিদের ভয়ে জাবির আহমেদ এবং শিপলু এলাকা ছেড়ে যাওয়ার বেশ কয়েক বছর পর আবার এই ঘটনা ঘটলো। এ নিয়ে স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী সারা উপজেলায় প্রচার-প্রচারণা চালাতে থাকে। নাম প্রকাশ না করার শর্তে, এলাকার কয়েকজন মানুষ জানায় স্থানীয় কিছু উগ্রবাদীর সাথে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের যোগাযোগ আছে। স্থানীয় উগ্রবাদীরা অভিযুক্ত ব্যক্তিদের তথ্য-উপাত্ত জঙ্গি গোষ্ঠীর কাছে হস্তান্তর করেছে বলে এলাকাবাসী ধারণা করে।
যার পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারী ২০১৮ তে একযোগে তারা হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায়। এ নিয়ে এলাকায় মারাত্মক থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশের সাথে কথা বললে পুলিশ জানায় অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবে।