• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিএনপির তিন দিনের জন্য কর্মসূচী ঘোষণা

প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার সারা দেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ও বুধবার অনশন করবে বলে এক সংবাদ সম্মেলনে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রুহুল করবির রিজভী। এই রায়ের প্রতিবাদে গতকাল শুক্রবার ও আজ সারা দেশে কর্মসূচি পালন করেছে দলটি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসনকে পাঁচ বছরের জেল দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষে রাখা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।