• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সারাদেশে শুক্র ও শনিবার বিএনপির দু’ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম করাদণ্ডের প্রতিবাদে শুক্রবার জু’মআ নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও শনিবার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটে বেগম জিয়ার রায়ের প্রতিক্রিয়া ব্যক্তকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শান্তিপূর্ণ উপায়ে , আইন শৃংখলা বজায় রেখে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ঘোষিত এই কর্মসূচি পালন করুন।